রাঙামাটিতে দোকান-বাড়িতে আগুন, নিহত ১

রাঙামাটি শহরের রিজার্ভবাজারে লাগা আগুনে তিনটি দোকান ও একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় রুবেল (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবেল চট্টগ্রামের আবু কেরানির ছেলে এবং পুড়ে যাওয়া মুদি দোকানের মালিক।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আগুনে রিজার্ভবাজার মসজিদ কলোনি এলাকায় একটি আসবাবের দোকান, একটি আসবাব নির্মাণের কারখানা, একটি মুদি দোকান ও মুছা সওদাগর নামের এক ব্যক্তির বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজ করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।