গোপালগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

গোপালগঞ্জে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পুলিশ লাইন্স মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর নাম টিপু কাজী। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার জগারচর গ্রামের সৈয়দ কাজীর ছেলে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মৃধা জানান, আজ সকালে খুলনা থেকে ঢাকাগামী বনফুল পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পুলিশ লাইন্স মোড়ে টিপু কাজী নামের এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পথচারীর।
এসআই আরো জানান, পথচারীকে চাপা দিয়ে যাত্রীবাহী ওই বাসটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের দুটি স্থানের পাবলিক ব্যারিকেড অতিক্রম করে পালিয়ে যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলায় পৌঁছালে পুলিশ বাসটি আটক করতে সক্ষম হয়। কিন্তু বাস আটক করতে পারলেও এর চালক, সুপারভাইজার ও চালকের সহকারী পালিয়ে যায়।
নিহত টিপু কাজীর স্ত্রী সকিনা বেগম বলেন, ‘লাশ যাতে ময়নাতদন্ত না করা হয়, সে জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। এ বিষয়ে কোনো মামলা-মোকদ্দমায়ও যেতে চাই না আমরা।’