গোপালগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক ব্যবসায়ী। আজ রোববার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে বাস ও পিকআপের সংঘর্ষে এই ঘটনা ঘটে। এ সময় বাবু শেখ (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ভাটিয়াপাড়া মোড়ে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে রাজবাড়ীর গোয়ালন্দগামী তরকারিবোঝাই একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের যাত্রী ব্যবসায়ী বাবু শেখ ঘটনাস্থলেই মারা যান। এ সময় ওই পিকআপের চালক সাগর সরদার (২২) ও অপর ব্যবসায়ী সাইফুদ্দিন মণ্ডল (৪৫) গুরুতর আহত হন।
পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহত দুজনকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় আহতদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তারা দুজনেরই বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
এদিকে এ ঘটনায় আজমেরি পরিবহনের বাসটির চালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি। তবে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।