ভ্যাটবিরোধী অবস্থান আজকের মতো শেষ

সাড়ে ৭ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী দিনব্যাপী নিজ নিজ ক্যাম্পাসের সামনে বিক্ষোভ কর্মসূচি ও সড়কে অবস্থান ধর্মঘট করেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিকেলের পর থেকে আজ রোববারের মতো কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার আবারও একই কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজ রোববার থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১০টার আগে থেকেই রামপুরা, বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকার সামনে, ধানমণ্ডির সাত মসজিদ রোডসহ বিভিন্ন এলাকা, উত্তরায় হাউস বিল্ডিং মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।
দিনব্যাপী অবস্থান করার পর বিকেলের দিকে একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কের ওপর থেকে সরে যেতে থাকেন। বিকেল ৪টার পর থেকেই আজকের মতো কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিতে থাকেন।
বিকেল ৪টার দিকে রামপুরা ব্রিজ ও রামপুরা-বাড্ডা সড়কে অবস্থান নেওয়া ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের মতো কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন। বসুন্ধরা আবাসিক এলাকা ও যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান নেওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৫টার দিকে কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। আগামীকাল একই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তাঁরা।
সন্ধ্যা ৬টার দিকে ধানমণ্ডি সাত মসজিদ রোডে অবস্থান করা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। স্ট্যামফোর্ড, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্ট্যাট ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই সড়কে অবস্থান নেন। ৬টার পর রাস্তা থেকে সরে দাঁড়িয়ে আগামীকাল একই কর্মসূচি পালন করার কথা জানান এসব শিক্ষার্থী।
এদিকে উত্তরায় হাউস বিল্ডিং বাসস্ট্যান্ড মোড়ে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৫টার পর সড়কে অবস্থান থেকে সরে দাঁড়ান তাঁরা।
এ ব্যাপারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উত্তরা ক্যাম্পাসের শিক্ষার্থী সাইয়ুব বাবু এনটিভি অনলাইনকে বলেন, ‘দিনব্যাপী লোকজনের দুর্ভোগের কথা চিন্তা করে আজকের মতো কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামীকাল আমরা কখন ও কী কর্মসূচি পালন করব তা আজ রাতে সিদ্ধান্ত নেব।’