টাঙ্গাইলে বাস-লেগুনা সংঘর্ষে দুজন নিহত

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কান্দিলায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে দুজন নিহত হয়েছন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে রংপুরগামী খালেক পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে অন্তত সাতজন আহত হন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের সুদেব ঘটক (৫৫) ও বগুড়ার মোকামতলার বুলবুল হোসেন (২৫)।
দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আর এতে চরম ভোগান্তিতে পড়ে ঈদে ঘরমুখো মানুষ।