পটুয়াখালীতে ট্রাকচাপায় নারী নিহত

পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজার এলাকায় মালবাহী একটি ট্রাকের চাপায় জাহানারা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জাহানারার বাড়ি সদর উপজেলার আউলিয়াপুরের ময়দান মাদ্রাসা এলাকায়। তার স্বামীর নাম আবদুল বারেক হাওলাদার। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, বুধবার কলাপাড়া থেকে মালবাহী একটি ট্রাক পটুয়াখালীর দিকে যাচ্ছিল। পথে বসাক বাজার এলাকায় ট্রাকটি জাহানারাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরো বলেন, দুর্ঘটনার পর দ্রুতই ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ায় ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।