কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদে, ৪০ যাত্রী আহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চর বাবলা এলাকায় আজ রোববার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যায়। ছবি : এনটিভি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চর বাবলা এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ২৫ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস কালিহাতী উপজেলার চর বাবলা ৫ নম্বর সেতু এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের অন্তত ৪০ যাত্রী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।