টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পালিমা এলাকার পোষনা নদী থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পালিমা এলাকার পোষনা নদী থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে স্থানীয় কিছু লোক নদীতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত পুলিশ লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী বলেন, দুই-তিন দিন আগে লাশটি নদীতে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।