কমিউনিটি ক্লিনিককর্মীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

সারা দেশে কমিউনিটি ক্লিনিকে নিয়োগপ্রাপ্ত ‘সিএইচসিপি’দের চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন (২২-ঘ) ধারা বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সিএইচসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পীযূষ সরকার এ সময় উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্যদানকালে বক্তারা দেশে কমিউনিটি ক্লিনিকে নিয়োগপ্রাপ্ত সিএইচসিপিদের চাকরি দ্রুত সময়ের মধ্যে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা অবিলম্বে কমিউনিটি ক্লিনিকে নিয়োগপ্রাপ্ত সিএইচসিপিদের চাকরি জাতীয়করণের দাবিও জানান। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর টাঙ্গাইল জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।