সড়কের খানাখন্দে ধানের চারা!

মেরামতের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার রাস্তাঘাট। সে সঙ্গে যেসব এলাকায় রাস্তার সংস্কারকাজ চলছিল, সেগুলো শেষ না হওয়ায় জনভোগান্তি যেন আরো কয়েক গুণ বেড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকমতো কাজ করলে নির্ধারিত সময়েই সড়ক সংস্কারের কাজ শেষ হয়ে যেত। তবে সীমাহীন স্বজনপ্রীতি, দুর্নীতি আর অনিয়মের কারণে বছরের পর বছর কেটে গেলেও রাস্তার সংস্কারকাজের কোনো অগ্রগতিই হচ্ছে না। তাই উপায় না দেখে সড়কের কাদার মধ্যে ধানের চারা রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
তবে গলাচিপা পৌরসভার উন্নয়নকাজে অনিয়ম ও স্বজনপ্রীতির কথা অস্বীকার করে প্রতিকূল আবহাওয়াকে সড়কের মেরামতকাজ ব্যাহত হওয়ার কারণ হিসেবে দায়ী করেছেন পৌর মেয়র।
বিস্তারিত দেখুন কাজল বরণ দাসের ভিডিও প্রতিবেদনে :