সুশাসনের অভাবে চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি : ফখরুল

চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির জন্য সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুশাসনের অভাবে এটি ঘটেছে।
আজ বুধবার ঈদুল ফিতরের দিন রাজধানীর শেরে বাংলানগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার রাতে জাতীয় চাঁদ দেখা কমিটির প্রথম বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায় ৫ জুন পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। এর পরিপ্রেক্ষিতে ৬ জুন ২০১৯ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশা আল্লাহ।’
এরপর তারাবির নামাজ শেষে আবার বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী চাঁদ দেখতে পাওয়ার তথ্য জানান। তিনি বলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অনেকে চাঁদ দেখতে পেয়েছেন বলে তাঁরা খবর পান। পরে কুড়িগ্রাম ও লালমনিরহাটের জেলা প্রশাসকদের সঙ্গে যোগাযোগ করে তাঁরা বিষয়টি নিশ্চিত করেন। এমতাবস্থায় ৫ জুন ২০১৯ খ্রিস্টাব্দ বুধবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশা আল্লাহ। সবাইকে ঈদ মোবারক।
এ নিয়ে সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব আজ সাংবাদিকদের বলেন, ‘সুশাসন না থাকলে যা হয় তাই হয়েছে। উনারা ৮টা-সাড়ে ৮টার মধ্যে বললেন, চাঁদ দেখা যায়নি। ঈদের তারিখও বলে দিলেন যে বৃহস্পতিবার দিন ঈদ হবে। রাত ১১টার দিকে আবার তারা সংশোধন করে দিলেন। ঈদের একটা প্রস্তুতি আছে। নামাজ পড়তে যাওয়ার জন্য তো একটা প্রস্তুতির দরকার হয়। ঘরে ফেরার জন্য যে আনন্দ সেই আনন্দ অনেকাংশেই ম্লান হয়ে গেছে। কারণ সড়ক দুর্ঘটনায় অনেকেই নিহত হয়েছে। অনেকেই যানবাহনের সমস্যার কারণে তাদের ঘরে পৌঁছাতে পারেনি।’
মির্জা ফখরুল অভিযোগ করেন, লাখ লাখ মানুষের ঘরে ঈদের আনন্দ নেই। কারণ হাজার হাজার গণতান্ত্রিক নেতা-কর্মী মিথ্যা মামলায় ঘরছাড়া। তারা ঈদের দিনও ঘরে যেতে পারেন না। দেশের কৃষকরা ঈদ ও উৎসব পালন করতে পারেননি। কারণ তারা ন্যায্যমূল্যে তাদের ধান বিক্রি করতে পারেননি। তাদের ঘরেও কোনো আনন্দ নেই।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় দলটির নেতা-কর্মীরা ভারাক্রান্ত হৃদয়ে ঈদের দিন অতিবাহিত করছেন বলে জানান মির্জা ফখরুল। তিনি দাবি করেন, বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারা কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইলেও তাদের তা দেওয়া হয়নি।
কারা কর্তৃপক্ষ খালেদা জিয়ার পরিবারের মাত্র সাত সদস্যকে সাক্ষাতের অনুমতি দিয়েছে বলে জানান মির্জা ফখরুল। বলেন, দলের জ্যেষ্ঠ নেতাদের তাদের চেয়ারপারসনের সঙ্গে দেখা করার অনুমতি না দিয়ে কর্তৃপক্ষ কারাবিধি ভঙ্গ করেছে।
এর আগে বেলা ১১টার দিকে মির্জা ফখরুলসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।