বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন সাজা দিয়েছেন পটুয়াখালীর একটি আদলত। এ সময় আদালত আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র শিকদার এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত সঞ্জয় কুমার খাসকেল দুমকী উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী কমল দত্ত জানান, ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি দুপুরে সঞ্জয় তাঁর বাবা হরিনাথ খাসকেলের কাছে নেশার জন্য টাকা চান। টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান সঞ্জয়। পরে আশঙ্কাজনক অবস্থায় হরিনাথকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই আসামিকে এলাকাবাসী ধরে পুলিশে দেয়।
ঘটনার দুইদিন পর স্ত্রী কমলা রাণী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে স্বামী হত্যার মামলা দায়ের করেন।