কোনো দল নির্বাচন নিয়ে আফসোস করুক, তা চাই না

নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবদুল মোবারক বলেছেন, ‘আমরা চাইব না পরে কোনো দল নির্বাচন নিয়ে আফসোস করুক। আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের সঙ্গে জন্ম-মৃত্যু নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার।
আবদুল মোবারক আরো বলেন, ‘কোনো দল চাইলে নমিনেশন দিতে পারে আবার কোনো দল নাও দিতে পরে— এটা তাদের ইচ্ছা। আমরা নির্বাচন কমিশন কাউকে বাধ্য করতে পারি না। কোনো দল আমাদের অধীনে নয়। এরা স্বাধীন দল, স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে।’
নির্বাচন কমিশনার আরো বলেন, ‘অস্ট্রেলিয়াতে আইন হচ্ছে ভোটার না হলে এবং ভোট না দিলে জরিমানা করা কিন্তু আমাদের দেশে ভোটার না হলেও বা না ভোট না দিলেও জরিমানা নেই। এমনকি নির্বাচনে না দাঁড়ালেও কোনো জরিমানা নেই। যদি কারো ইচ্ছে হয় নির্বাচন করবে না ইচ্ছে হলে করবে না।’
এর আগে দুপুরে নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।