গোপালগঞ্জে বাসের চাপায় কৃষক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় তাপস কুমার হালদার (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে মুকসুদপুর উপজেলার সালিনাবক্সে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক তাপস কুমার হালদার মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের মধুসূদন হাওলাদারের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানিয়েছেন, কৃষক তাপস জমি থেকে ধান মাথায় নিয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিলে সেখানেই তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।