ধর্মযাজকদের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মযাজকদের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর এলাকায় আজ রোববার মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি : এনটিভি
দেশের বিভিন্ন স্থানে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মযাজকদের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার উপজেলার বানিয়ারচর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বানিয়ারচর ক্যাথলিক গির্জার সামনে এ মানববন্ধনে খ্রিস্টান সম্প্রদায়ের শত শত নারী-পুরুষসহ শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ওই সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য থমকে যায়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জলিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীপক বাড়ৈ, রেভারেন্ট লরেন্স বাপ্পী সরকার, চার্চ প্রতিনিধি রকিম বৈরাগী প্রমুখ।