কলকাতাকে হারাল গোপালগঞ্জ

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে কলকাতা ভ্যাটরেন্স ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে গোপালগঞ্জ সোনালি অতীত ক্লাব। ছবি : এনটিভি
গোপালগঞ্জে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে কলকাতা ভ্যাটরেন্স ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করেছে গোপালগঞ্জ সোনালি অতীত ক্লাব। আজ মঙ্গলবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিকেলে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন গোপালগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ এন এম মাঈনুল ইসলাম। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান উপস্থিত ছিলেন।
আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে শুরু হয়। প্রথমার্ধের শেষ সময়ে গোল করে বিরতিতে যায় গোপালগঞ্জ সোনালি অতীত ক্লাব। দ্বিতীয়ার্ধের শেষ সময়ে আরো একটি গোল করে ২-০ গোলে জয়ী হয়ে মাঠ ছাড়ে সোনালি অতীত ক্লাব। তবে ম্যাচের পুরো সময়ে কয়েকটি সহজ সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় কলকাতা ভ্যাটরেন্স ফুটবল দল। এ খেলায় কলকাতা ফুটবল মাঠ কাঁপানো সাবেক ফুটবলার এবং গোপালগঞ্জের জাতীয় ও বিভিন্ন ক্লাবের সাবেক ফুটবলাররা অংশ নেন।