গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌর নির্বাচনে মেয়র পদে ৬ জন

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌর নির্বাচনে মেয়র পদে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ পৌরসভায় মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৪১ জন ও নারী কাউন্সিলর পদে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ দুপুরে গোপালগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর বিএনপির প্রার্থী জেলা যুবদলের সভাপতি মো. তৌফিকুল ইসলাম তৌফিক, স্বতন্ত্র প্রার্থী বর্তমান পৌর মেয়র ও জেলা শ্রমিক লীগের আহ্বায়ক রেজাউল হক সিকদার (রাজু), জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান লিটন মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে, টুঙ্গিপাড়া পৌরসভায় মেয়র পদে দুজন, কাউন্সিলর পদে ২৭ জন ও মহিলা কাউন্সিলর পদে আটজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সকালে টুঙ্গিপাড়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আহম্মদ হোসেন মীর্জা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। স্বতন্ত্র প্রার্থী ছাত্রলীগের সাবেক নেতা ফোরকান বিশ্বাস মনোনয়নপত্র জমা দিলেও বিএনপির কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।