বিএনপির প্রার্থীসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল

গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে জমা দেওয়া কাগজপত্র অসম্পূর্ণ ও তথ্যের মিল না থাকায় দুই মেয়র ও ১৪ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার সকালে যাচাই-বাছাই শেষে নির্বাচন কার্যালয় তাঁদের মনোনয়ন বাতিল করে।
নির্বাচন কার্যালয় থেকে জানানো হয়, জেলা প্রশাসকের কার্যালয়ে গোপালগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী মো. তৌফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের কাজী লিয়াকত আলী লেকু ও স্বতন্ত্র মুশফিকুর রহমান লিটনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আরেক স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক সিকদার রাজু তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ ছাড়া নয় কাউন্সিলর ও তিন মহিলা কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে, টুঙ্গিপাড়া পৌরসভায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মো. ফোরকার বিশ্বাসসহ দুই কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা আলিউজ্জামান। বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র তিনদিনের মধ্যে জমা দিতে পারবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে ২৩৫টি পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।