আলফাডাঙ্গায় হত্যা মামলার সন্দেহভাজন আসামি আটক

ফরিদপুরের ফায়েক শরীফ হত্যার সন্দেহভাজন আসামি কামাল হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় জেলার আলফাডাঙ্গা উপজেলার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়।
ফরিদপুর গোয়েন্দা বিভাগের উপপুলিশ পরিদর্শক মো. মতিয়ার রহমান বলেন, ‘কামাল আন্ডারওয়ার্ল্ডের একজন সক্রিয় সদস্য। এলাকার লোকজনের কাছ থেকে জানতে পারি, সে ফায়েক হত্যাকাণ্ডে জড়িত ছিল। আজ একটি খবরে আমি আমার টিম নিয়ে আলফাডাঙ্গা বাজার এলাকার একটি হোটেল থেকে তাকে আটক করতে সক্ষম হই।’
উল্লেখ্য, পারিবারিক কলহের জের ধরে ২০১৪ সালের ১৬ আগস্ট ফায়েকের বাড়ির পাশে বস্তাবন্দি অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন তাঁর ছেলে আলফাডাঙ্গা থানায় মামলা করে। পরে ২০১৪ সালের ২৫ নভেম্বর মামলা গোয়েন্দা বিভাগে স্থানান্তরিত হয়।