উদীচীর সম্মেলন উদ্বোধন করলেন নারী মুক্তিযোদ্ধারা

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পটুয়াখালী জেলা সংসদের সম্মেলন উদ্ধোধন করলেন দুই নারী মুক্তিযোদ্ধা। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ সম্মেলন উদ্বোধন করেন তাঁরা।
নারী মুক্তিযোদ্ধারা হলেন উপজেলার ইটবাড়িয়া এলাকার বীরাঙ্গনা রিজিয়া বেগম ও মনোয়ারা বেগম।
দুজনকে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে দেন উদীচী জেলা সংসদের সভাপতি ছায়া মল্লিক ও সাধারণ সম্পাদক নাসরিন মোজাম্মেল এমা।
পরে শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা মিলনায়তনে গিয়ে শেষ হয়। এখানে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনে যোগ দেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার। বিশেষ অতিথি ছিলেন সহসম্পাদক জামশেদ আনোয়ার তপন, কেন্দ্রীয় সহসভাপতি বিশু দাস মুন্সি, ঢাকা মহানগর গণসংগীত শিল্পী উত্তম কুমার সরকার। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।