টুঙ্গিপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আ. লীগের মেয়র পদপ্রার্থী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী শেখ আহম্মদ হোসেন মির্জা নির্বাচিত হয়েছেন। নতুন মেয়র ডিজিটাল পৌরসভাসহ মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন।
১৯৯৭ সালে টুঙ্গিপাড়া পৌরসভার হওয়ার পর এবারই প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কোনো মেয়র পদপ্রার্থী। এ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মো. ফোরকান বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর একমাত্র প্রার্থী ছিলেন আওয়ামী লীগের শেখ আহম্মদ হোসেন মির্জা। পরে ফোরকান বিশ্বাস মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন শেখ আহম্মদ হোসেন মির্জা।
এদিকে একক প্রার্থী হওয়ায় কাল সোমবার যেকোনো সময় আওয়ামী লীগ প্রার্থী শেখ আহম্মদ হোসেন মির্জাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করবেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
তবে উপজেলার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা আগামী ৩০ জিসেম্বর নামবেন ভোট যুদ্ধে।