গিয়েছিলেন বিয়ের বাজার করতে, ফিরলেন লাশ হয়ে

ছোট ভাই হেমায়েত হোসেনের বিয়ের বাজার করতে সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার বাসুদেবপুর থেকে বেরিয়েছিলেন দুই ভাই। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো হাসিমুখে ফিরতেন তাঁরা। কিন্তু একটি বাস কয়েক সেকেন্ডেই শেষ করে দিয়েছে সব। বাজার করে ফিরতে পারেননি দুই ভাই। ফিরেছেন লাশ হয়ে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো তিনজন।
নিহত দুজন হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার বাসুদেবপুর গ্রামের শফিকুল শেখের ছেলে ইমারত হোসেন (৩৫) ও বেলায়েত হোসেন (৩০)।
মুকসুদপুরের সীমান্ত এলাকা ফরিদপুরের ভাঙ্গা। সেখানকার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, ছোট ভাই হেমায়েত হোসেনের বিয়ের কেনাকাটা করতে একটি নছিমনে করে মুকসুদপুরের ছাগলছিড়া থেকে মাদারীপুরের টেকেরহাট বন্দর বাজারে যাচ্ছিলেন ইমারত হোসেন ও বেলায়েত হোসেন। এ সময় প্রসন্নদী এলাকায় ঢাকা থেকে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে নছিমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বেলায়েত হোসেন। আহত হন ইমারতসহ চারজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি হওয়ায় ইমারতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর মৃত্যু হয়।