গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আ.লীগের মেয়র প্রার্থীর মতবিনিময়

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী কাজী লিয়াকত আলী লেকু সহযোগিতা চেয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
সভায় মেয়র পদপ্রার্থী কাজী লিয়াকত আলী লেকু বলেন, গোপালগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা গড়ে তুলতে সর্বাত্মক কাজ করবেন। তা ছাড়া গোপালগঞ্জ পৌরসভার বিদ্যমান পানি, সড়ক, জলাবদ্ধতাসহ যেসব সমস্যা রয়েছে তা সমাধানেরও আশ্বাস দেন। তিনি নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।