গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনী শোডাউন

আগামী ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন সামনে রেখে প্রচারের শেষ দিনে শোডাউন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ শেখ মুশফিকুর রহমান লিটন।
স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ মুশফিকুর রহমান লিটনের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে জগ প্রতীকের একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি-পূর্ব এক সমাবেশে লিটন বলেন, গোপালগঞ্জ পৌরবাসী জগকে নৌকা প্রতীক হিসেবে নিয়ে তাঁদের ভোট প্রদান করে তাঁকে বিজয়ী করবেন। এখানে কেউ নির্বাচনে বাধা সৃষ্টি করলে পৌরবাসীসহ সাধারণ জনগণ তা প্রতিহত করবেন।