গোপালগঞ্জে কাউন্সিলর পদপ্রার্থীর চার সমর্থককে কুপিয়ে আহত

গোপালগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জানে আলম সিকদার কমেটের চার সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কাউন্সিলর পদপ্রার্থী জানে আলম সিকদার কমেটের ভাই মিরাজ সিকদার, সমর্থক তাজ সিকদার, কাজী সালাউদ্দিন নাঈম ও রানা। তাঁদের মধ্যে রানা ছাড়া বাকি তিনজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউন্সিলর পদপ্রার্থী জানে আলম সিকদার কমেট অভিযোগ করে বলেন, ‘সোমবার গভীর রাতে হাসপাতাল থেকে বাড়ির ফেরা পথে নবীনবাগ হেলিপ্যাডের সামনে পৌঁছালে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আল আমিন মিয়ার সমর্থকরা আমার ভাই ও আরো তিন সমর্থকের ওপর হামলা চালায়।’
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সোবহান এনটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।