কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আগামীকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমাধিসৌধ কমপ্লেক্সে চলেছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। সমাধিসৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, লাইব্রেরি, সংগ্রহশালা, ক্যাফেটেরিয়া, মসজিদ, বকুলতলা চত্বর এলাকায় চলছে উন্নয়নমূলক কাজ।
গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ জাহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে সব ধরনের নিরাপত্তার কাজ সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ, ১১টায় মিলাদ মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে বলে প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে। এদিন বিকেল ৩টায় তিনি ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ছাড়বেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোপালগঞ্জে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করেছে নেতাকর্মীদের মধ্যে। এ সফর সফলভাবে সম্পন্ন করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় সভা করছেন।