সংবাদ সম্মেলনে দাবি
স্কেল পেলেও সুবিধা পাননি এমপিওভুক্ত শিক্ষকরা

আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এমপিওভুক্ত শিক্ষকদের সংবাদ সম্মেলন। ছবি : ফোকাস বাংলা
নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা হলেও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এর কোনো সুবিধা পাচ্ছেন না বলে দাবি উঠেছে।
আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে এই জানুয়ারি থেকেই নতুন স্কেল অনুযায়ী বেতন দেওয়ার দাবি করেন শিক্ষকরা। একই সঙ্গে সরকারি শিক্ষকদের সমান বাড়িভাড়া, চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানান তাঁরা। এ ছাড়া অবসরকালীন সুবিধা সময়মতো পরিশোধের দাবিও জানান শিক্ষকরা।
টাইম স্কেল বাতিল করে সরকারি শিক্ষকদের প্রতিবছর ৫ শতাংশ বেতন বৃদ্ধির কথা বলা হলেও এ ক্ষেত্রে বেসরকারি শিক্ষকরা কী পাবেন, তা স্পষ্ট করা হয়নি বলেও অভিযোগ শিক্ষকদের। সেইসঙ্গে নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আরোপিত শর্ত প্রত্যাহারেরও দাবি জানান এমপিওভুক্ত শিক্ষকরা।