মেহেরপুরে বোমা ফাটিয়ে ব্যবসায়ী অপহরণ, আহত ৩

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বোমার বিস্ফোরণ ঘটিয়ে এরশাদ আলী (৩৫) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় তিনজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ঢোলমারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য দানিয়েল মণ্ডল এনটিভি অনলাইনকে বলেন, ‘ভুসিমাল ব্যবসায়ী এরশাদ আলী গ্রামের ঈদগাহ মোড়ে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত এসে তাঁকে ঘিরে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পর পর তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার বিকট শব্দে লোকজন থমকে যায়। এ সময় বোমা বিস্ফোরণে নছিমনচালক রবিউল ইসলাম (২৫) গুরুতর আহত হন।
এ সুযোগে এরশাদ আলীকে অপহরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল ছেড়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা একই গ্রামের খলিলুর রহমান ও ব্যবসায়ী হেলাল উদ্দীনকে মারধর করে। সন্ত্রাসীরা এখনো কোনো মুক্তিপণ দাবি করেনি বলেও জানান ইউনিয়ন পরিষদের সদস্য।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। অপহৃত এরশাদকে উদ্ধার ও দুর্বৃত্তদের আটকে পুলিশের অভিযান চলছে।’