শাহ আলী থানার ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরের গুদারাঘাট এলাকায় চা বিক্রেতা বাবুল মাতব্বরের মৃত্যুর ঘটনায় এবার শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় এই থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহারের একদিন পর আজ শুক্রবার তাঁকে প্রত্যাহার করা হলো।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার জানান, গত বুধবার রাতে মিরপুর ১-এর গুদারাঘাটে চা বিক্রেতা বাবুল দগ্ধ হওয়ার ঘটনায় ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল বুধবার রাতে শাহ আলী থানার গুদারাঘাট এলাকায় পুলিশের লাঠির আঘাতের জেরে চুলার আগুনে বাবুল মাতব্বর (৪৫) দগ্ধ হন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। পরিবারের অভিযোগ, মাদক ব্যবসার প্রতিবাদ করায় বেশ কিছুদিন ধরেই পুলিশ তাঁকে হয়রানি করে আসছিল। চাঁদা না দেওয়ায় পুলিশ লাঠি দিয়ে তেলের চুলায় আঘাত করে।
এ ঘটনায় গতকাল উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান খান, এ কে এম নিয়াজ উদ্দিন মোল্লা, সহকারী উপপরিদর্শক (এএসআই) দেবেন্দ্রনাথ সরকার ও কনস্টেবল জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়। গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি।