ভৈরবে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে গতকাল রোববার অস্ত্রসহ আল আমিন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে অস্ত্রসহ আল আমিন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। আল আমিন নরসিংদীর বেলাব উপজেলার মরিচাকান্দি গ্রামের বাসিন্দা।
ভৈরব জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম এনটিভি অনলাইনকে জানিয়েছেন, গতকাল রোববার বিকেল ৩টার দিকে আল আমিন মোটরসাইকেল চালিয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। তাঁকে আটক করে তল্লাশি করে পুলিশ।
এ সময় আল আমিনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে পুলিশ তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে।
এ ব্যাপারে ভৈরব জিআরপি থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।