খালেদা জিয়া আন্দোলনের নামে সহিংসতা করছেন : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বাংলাদেশে খালেদা জিয়া ছাড়া সকল জঙ্গিকে দমন করা সম্ভব হয়েছে।’ আজ রোববার পটুয়াখালীর আলাউদ্দিন শিশুপার্কে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘খালেদা জিয়া ৭১-এর ঘাতকদের রক্ষা করা এবং নিজেকে দুর্নীতি থেকে মুক্ত করতে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছেন। আওয়ামী লীগ সরকারকে সারা বিশ্ব সমর্থন দিলেও খালেদা জিয়া মেনে নিতে পারছেন না।’
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, জাতীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মাহবুবুর রহমান তালুকদার, বেগম লুৎফুন্নেসা প্রমুখ।