ভোটের আগে আগুন গোপালগঞ্জে

গোপালগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও এক সাধারণ সদস্য পদপ্রার্থীর সমথর্কের ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের সমর্থকরা।
গতকাল রোববার রাতে সদর উপজেলার উরফি ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী উলু সমাদ্দার জানান, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানম্যান পদপ্রার্থী মনির গাজী ও সাধারণ সদস্য পদপ্রার্থী ইমদাদ তালুকদারের নির্বাচনী প্রচারকাজ করছেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল গাজী ও সাধারণ সদস্য পদপ্রার্থী হাই মৃধার সমর্থকরা ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়।
এতে ঘরের আসবারপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। পরে এলাকাবাসী প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন উলু সমাদ্দার।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মুকুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।