গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

গোপালগঞ্জে বাসের চাপায় একজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খুলনাগামী রূপসী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি অটোভ্যানকে পিছন থেকে চাপা দেয়। এতে ওই ভ্যানে থাকা চার যাত্রী আহত হয়। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রতন গাইন (২০) নামের আহত এক যুবক অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।