টুঙ্গিপাড়া থেকে ইয়াবাসহ যুবককে আটকের দাবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে এক হাজার ৩০ ইয়াবা ও ২৩ হাজার টাকাসহ পলাশ শেখ (৩৫) নামের একজনকে আটকের দাবি করেছে র্যাব।
আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের বাড়ির পাশে বাগান থেকে র্যাব ৬-এর সদস্যরা তাঁকে আটক করেন।
খুলনায় র্যাব ৬-এর উপপরিদর্শক (এসআই) হাসান বশির জানান, র্যাব ৬-এর কোম্পানি কমান্ডার জাহিদুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল ক্রেতা সেজে শ্রীরামকান্দি গ্রামের মাদক ব্যবসায়ী পলাশ শেখের বাড়ির পাশ থেকে এক হাজার ৩০টি ইয়াবা ও ২৩ হাজার টাকাসহ তাঁকে আটক করে।