ইউপি নির্বাচনের তৃতীয় ধাপ
কাশিয়ানীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা

ছবি : এনটিভি
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ রোববার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সকাল থেকে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা উপজেলা পরিষদে এসে নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় প্রার্থী ও তাঁদের সমর্থকরা ব্যান্ড পার্টি, ঢাক-ঢোল বাজিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন।
এ উপজেলার ১৪টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।