গোপালগঞ্জে ৩১টির মধ্যে ৩০টিতে আ.লীগ বিজয়ী

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার ৩১ ইউনিয়নের মধ্যে ৩০টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার দিনভর ভোট শেষে রাতে এ বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
গোপালগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থীরা হলেন শরীফ আমিনুল হক (গোপীনাথপুর), বি এম ওবায়দুর রহমান (চন্দ্রদিঘলিয়া), এস এম শাহজাহান (পাইককান্দি), এম সুপারুল আলম টিকে (জালালাবাদ), মো. আজিজুর রহমান (নিজড়া), কাজী মনোয়ার হোসেন মন্টু (মাঝিগাতী)।
এছাড়ায় স্বতন্ত্র প্রার্থী ইকবাল গাজী বিজয়ী হয়েছেন উরফী ইউনিয়নে।
এর আগে গোপালগঞ্জ সদর উপজেলার ১৪ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরা হলেন ফখরুল ইসলাম (লতিফপুর), এম এম মনির আহম্মেদ ননী (বোড়াশী), নাজিব আহম্মেদ নাজিব (দুর্গাপুর), মো. বাচ্চু শেখ (কাঠি), মো. কামরুল হাসান বাবুল (উলপুর), মাখন লাল দাস (কাজুলিয়া), শফিকুর রহমান চৌধূরী টুটুল (গোবরা), মো. শহিদুল ইসলাম (শুকতাইল), মুন্সি মকিদুজ্জামান (হরিদাসপুর), সিকদার শাহ সুফিয়ান (করপাড়া), সুকান্ত বিশ্বাস (বৌলতলী), সুজিৎ মণ্ডল (সাতপাড়), সুবোধ চন্দ্র হীরা (সাহাপুর) ও শ্রীবাস বিশ্বাস (রঘুনাথপুর)।
কোটালীপাড়া উপজেলার ৯ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থীরা হলেন মো. কামরুল ইসলাম বাদল (কুশলা), মাইকেল ওঝা (কলাবাড়ী), মো. হান্নান শেখ (আমতলী), ভীম চন্দ্র বাড়ৈ (সাদুল্লাপুর), অমৃত লাল হালদার (রাধাগঞ্জ), মনিন্দ্র নাথ হালদার (শুয়াগ্রাম), উত্তম কুমার বাড়ৈ (কান্দি), খোকন বালা (রামশীল) ও মোহাব্বত আলী গোলদার (বান্ধাবাড়ী)।
কোটালীপাড়া উপজেলায় এর আগে আবু সাইদ শিকদার (পিঞ্জুরী) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।