পাবনায় সুচিত্রা সেনের জন্মদিন পালন

কেক কেটে ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিন পালন ও পাঁচদিনব্যাপী চলচ্চিত্র উৎসব উদ্বোধন করা হয়েছে।
সুচিত্রা সেনের পাবনা শহরের হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে আজ বুধবার দুপুর ১২টায় এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়।
এর আগে সেখান সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিনের কেক কাটা হয়। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শ<েশার্যালী বের হয়ে পাবনা টাউন হলের মুক্তমঞ্চে শেষ হয়। সেখানেই প্রতিদিন বিকেল ৪টা থেকে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব ও সেমিনার।
পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের প্রশাসক ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নু, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো কেক কেটে জন্মদিনের উৎসবের উদ্বোধন করেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে, পাবনা জেলা প্রশাসনের আয়োজনে ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, পাবনার ব্যবস্থাপনায় ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত পাবনায় পাঁচদিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে চলচ্চিত্র সপ্তপদী।
এ ছাড়া রয়েছে সেমিনার, আলোচনা সভা, সুচিত্রা সেন অভিনীত সিনেমার গান পরিবেশন। উৎসবে গৃহদাহ, শাপমোচন, হসপিটাল, সাগরিকা, উত্তর ফাল্গুনি এবং হারানো সুর চলচ্চিত্র প্রদর্শিত হবে।
সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি পাবনা শহরের গোপালপুর হেমসাগর লেনে। তিনি এখানকার মহাকালী পাঠশালায় এবং পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং তাঁকে স্মরণ করতে ২০০৪ সাল থেকে পাবনায় প্রতিবছর সুচিত্রা সেনের নামে চলচ্চিত্র উৎসব উদযাপিত হচ্ছে।