গোপালগঞ্জে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ

ছাত্রকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার ওই সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও দুটি হলে ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের তিন কর্মীকে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলে ঢুকে ফরিদ মল্লিক নামে এক ছাত্রকে মারধর করে ছাত্রলীগের জাহাঙ্গীর পক্ষের কর্মীরা।
এরই জের ধরে আজ বুধবার দুপুরে ছাত্রলীগের জাহাঙ্গীর পক্ষ ও ঈশা পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়। এ সময় বেশ কয়েকটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইংরেজি বিভাগের শিক্ষার্থী সম্রাট বিশ্বাস, গণিতের শিক্ষার্থী মাহাদি হাসান ও ফলিত পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী জাহাঙ্গীর আলমকে বিজয় দিবস হল থেকে বহিষ্কার করে। এরা ছাত্রলীগের কর্মী বলে জানা যায়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হালিমা খাতুন বলেন, ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে। প্রশাসনিক ভবনে ভাঙচুরসহ সংঘর্ষের ঘটনায় তিন ছাত্রকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। ভবিষ্যতে যেন এ রকম পরিস্থিতি না হয়, এ কারণে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।