গোপালগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি (বটতলা) এলাকায় একটি বাসের চাপায় মিলন মণ্ডল (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে অনিত মণ্ডল (১২) নামের আরেক ছাত্র। এ ঘটনায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
আজ শনিবার সকাল ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন মণ্ডল ভেন্নাবাড়ি সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে ভেন্নাবাড়ি (বটতলা) গ্রামের দেবেন মণ্ডলের ছেলে। আহত অনিত মণ্ডলেরও বাড়ি একই গ্রামে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রাইভেট পড়ে মিলন ও অনিত নামের দুই স্কুলছাত্র বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিল। এ সময় মাদারীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহীবাস পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন নিহত আর অনিক মারাত্মক আহত হয়। আহত অনিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। নিহত স্কুলছাত্রের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনার প্রতিবাদে টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ি নামক স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
পরে দুপুর ১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিন এ ঘটনার বিচার এবং ওই স্থানে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনার পর বৌলতলী এলাকা থেকে বাসসহ এর চালক, সুপার ভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে ।