টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচরে আজ বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক স্বজনের আহাজারি। ছবি : এনটিভি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন আরো দুজন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, সকালে মহাসড়কের জোকারচর স্থানে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অপর ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকচালকের সহকারী আবদুল হামিদ (৪৫) ও হাসান মিয়া (৩০) নামের আরো একজন মারা যান। হাসান মিয়ার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এ সময় ট্রাকের দুই শ্রমিক আহত হলে তাঁদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুতগামী ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ায় এটিকে আটক করতে পারেনি পুলিশ।
গত সোমবার দুপুরে জোকারচরে ট্রাকচাপায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত ও দুই ছাত্রীসহ তিনজন আহত হয়।