নিখোঁজের চারদিন পর দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের সীমান্তবর্তী চর কানছিড়া গ্রাম থেকে নিখোঁজের চারদিন পর দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার বগলাউড়ি গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এরা হলো চর কানছিড়া গ্রামের আবদুল লতিফের মেয়ে লতিফা (৯) এবং আশরাফুল ইসলামের মেয়ে আঁখি (৯)। তারা চর বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম এনটিভি অনলাইনকে জানান, গত শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় এই দুই শিশু। খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে লফিতা ও আঁখির বাবা রোববার রাতে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ খবর পেয়ে দুটি প্যাকেটে ভরা লাশ দুটি উদ্ধার করা হয়। তবে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত এ বিষয়ে কিছু জানা যায়নি বলে এসআই নূর আলম জানান।