গুপ্তহত্যা, নৈরাজ্য, জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

গুপ্তহত্যা, নৈরাজ্য ও জঙ্গিবাদের অপতৎপরতার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে আজ সকালে মানববন্ধন হয়। ছবি : এনটিভি
গুপ্তহত্যা, নৈরাজ্য ও জঙ্গিবাদের অপতৎপরতার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন পালিত হয়েছে।
আজ রোববার সকালে ১৪ দলের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ১৪ দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাদেক কুরাইশী, সহসভাপতি মাহবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্র নাথ রায় প্রমুখ।
বক্তারা বলেন, গুপ্তহত্যাকারীদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
বক্তারা দেশবাসীকে গুপ্তহত্যা, জঙ্গি তৎপরতা ও দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।