সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ

সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে হত্যা ও নির্যাতনে প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ী থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বঙ্গবন্ধু সড়কের ওপর ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।
মানববন্ধনে সংখ্যালঘু হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট জেলা শাখার সভাপতি বিজন রায়, সাধারণ সম্পাদক গুরুদাস দত্ত, হরিচাঁদ-গুরুচাঁদ কমিটির পৃষ্ঠপোষক সুবল রায়, খ্রিস্টান লীগের কেন্দ্রীয় নেতা ডেভিড বৈদ্য বক্তব্য দেন।
বক্তারা সংখ্যালঘুদের হত্যা ও নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানান।