নির্বাচন চাইলেন ফখরুল

আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের দলীয় কার্যালয় চত্বরে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন চেয়েছেন।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের দলীয় কার্যালয় চত্বরে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন ফখরুল।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি নুর করিম।
ইফতারে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে গণতন্ত্র যেন ফিরে আসে, মানুষের যেন শান্তি আসে। মানুষ যেন সত্যিকার অর্থেই গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে পারে। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই দোয়াই আল্লাহর কাছে চেয়েছি।
এ সময় জেলা ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।