গোপালগঞ্জে জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা

গোপালগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
শোভাযাত্রাটি বঙ্গবন্ধু সড়কের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে থেকে বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শেখ আকরামুল কবীরসহ জেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার প্রতিনিধিরা অংশ নেন।