রাইসমিলের ছাইয়ে কৃষিজমি নষ্টের প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অটোরাইস মিলের ছাইসহ অন্যান্য বর্জ্যে আবাদি জমি নষ্টের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনে আতাহার, বুলনপুর, রাধুনীডাঙ্গা ও এরশাদনগর এলাকার শত শত নারী-পুরুষসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, শিক্ষক নাসিউল আলম, আবদুল মালেক, ইউপি সদস্য আশরাফুল হক, কিষানি কামরুন্নাহার ইতি প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, আতাহার এলাকায় ১৪টি অটো রাইসমিলের ছাই ও অন্যান্য বর্জ্য যত্রতত্র ফেলে রাখায় তা আশপাশের জমিতে পড়ে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। ফলে ফলনও দিন দিন কমে যাচ্ছে।
পরে বিক্ষুব্ধরা এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।