গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর মিলল কিশোরের লাশ

গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় ঘাঘর নদ থেকে আলী মল্লিক (১২) নামে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। নিহত আলী কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের আলম মল্লিকের ছেলে।
গোপালপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ফটকে আমড়া বিক্রি করত কিশোর আলী। গত ১৭ আগস্ট বিক্রির উদ্দেশে আমড়া নিয়ে বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফিরে যায়নি সে। এ ঘটনায় আলীর বাবা আলম মল্লিক গত ১৮ আগস্ট কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, আজ সকাল ৮টার দিকে বাড়ি থেকে তিনশ গজ দূরে ঘাঘর নদের পাশে একটি কলাবাগানে ভাসমান অবস্থায় আলী লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আলীর লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে যে, কীভাবে বা কখন আলী নিহত হয়েছে।