গোপালগঞ্জের ‘মাদক ব্যবসায়ী’ পুলিশের গুলিতে আহত

পুলিশের গুলিতে আহত বাটুল শেখকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি
গোপালগঞ্জে পুলিশের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশের দাবি, আহত বাটুল শেখ (৩৮) জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী।
আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের বেদগ্রাম এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, বাটুল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। অনেকদিন ধরেই পুলিশ তাঁকে খুঁজছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ থানার উপপরিদর্শক মুকুলের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বেদগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় রামদা দিয়ে পুলিশের ওপর হামলা চালান বাটুল। আত্মরক্ষার্থে গুলি চালান পুলিশ সদস্যরা। এ সময় বাটুল শেখের পায়ে গুলি লাগে। পরে তাঁকে আটক করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পুলিশের হেফাজতে ভর্তি করা হয়।
এ সময় বাটুল শেখের কাছ থেকে হামলায় ব্যবহৃত রামদা এবং ২০০টি ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান ওসি।