ঠাকুরগাঁওয়ে জামায়াত নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাশকতার মামলায় পলাতক জামায়াতে ইসলামীর নেতা রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে কুষ্টিয়া বৃত্তিপাড়ায় রেজাউলের শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার ফারহাত আহমেদ। গ্রেপ্তার হওয়া রেজাউল করিম সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ছিলেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পুলিশ সুপার আরো জানান, রেজাউল করিম পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, ‘রেজাউল করিমের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় ১১ জুন নাশকতা মামলা হয়। ওই মামলায় পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’