সহকর্মীরা অল্পদিনের মধ্যেই মুক্ত হবেন : ফখরুল

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারাগারে থাকা বিএনপি নেতাকর্মীরা অল্পদিনের মধ্যেই মুক্ত হবেন।
আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে তাঁর নিজ বাসভবনে কুশলবিনিময়ের সময় সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ঈদের নামাজ আদায় করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ত্যাগের মহিমায় সবাইকে উজ্জীবিত হয়ে দেশ, সমাজ এবং রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। আমাদের যেসব বন্ধু সহকর্মী এ পবিত্র ঈদের দিনেও গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছেন তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। প্রত্যাশা করছি আগামী অল্পদিনের মধ্যেই একটি গণতান্ত্রিক বাংলাদেশে তাঁরা মুক্ত হয়ে ফিরবেন।’